ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে গলা কেটে নারীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফেঙ্গি (৩২) নামে এক নারী হাঁসুয়া দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ফেঙ্গি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের জাহিদপুর হঠাৎপাড়া গ্রামের মনসুর আলীর মেয়ে।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মেদ জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন থেকে একমাত্র সন্তান মিন্টুকে (১৬) নিয়ে ফেঙ্গি হঠাৎপাড়া গ্রামে বাবার বাড়িতে তার মাকে নিয়ে বসবাস করে আসছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঘরের দরজা বন্ধ করে ফেঙ্গি নিজেই ধারালো হাঁসুয়া দিয়ে নিজের গলা কেটে ফেলেন। তার গোঙরানির শব্দে প্রতিবেশীরা ছুটে এসে জানালা দিয়ে ফেঙ্গির রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস