ভারত ভ্রমণের আগেই দিতে হবে ভ্রমণ কর
আখাউড়া স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ও সরকারি দিনে ভারতে ভ্রমণ করতে চাইলে অাগে থেকে ভ্রমণ কর দিতে হবে। রোববার এ বিজ্ঞপ্তি জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা শুক্র ও শনিবার কিংবা অন্যান্য সরকারি ছুটির দিনে ভ্রমণ করতে আগ্রহী তারা আগে থেকেই কর পরিশোধ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রশিদে অথবা সোনালি ব্যাংকের নির্ধারিত কোডে ১-১১৪১-০১৩০-০৯১১ ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে। শুক্র ও শনিবার কিংবা অন্যান্য সরকারি ছুটির দিনে আখাউড়া স্থল বন্দরের সোনালী ব্যাংকের শাখা বন্ধ থাকে বিধায় এ আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নির্ধারিত প্রক্রিয়ায় ভ্রমণ কর না দেয়ার অভিযোগে শতাধিক যাত্রীর পারাপার আটকে দেয় বিজিবি। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরে বিশেষ ব্যবস্থায় তাদের যেতে দেয়া হয়।
অাজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ