ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে বাল্কহেডের ধাক্কা : আহত ৩

প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৭ জুন ২০১৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুরার কাছে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ আল­হিরার সামনের অংশের তলা ফেটে পানি উঠেছে। এতে আতঙ্কে কয়েকজন যাত্রী নদীতে লাফিয়ে পড়ে। এদের মধ্যে ৩ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩’শ যাত্রী নিয়ে লঞ্চটি বরগুনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়া উপজেলার কালিপুরার কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী বাল্কহেডের ধাক্কায় লঞ্চের সামনের অংশের তলা ফেটে পানি ওঠে। এসময় সারেং দ্রুত লঞ্চটি কালিপুরার চরে ভিড়িয়ে দেয়। কিন্তু কয়েকজন যাত্রী আতঙ্কে নদীতে লাফিয়ে পড়ে। পরে তারা কালিপুরার চরে সাঁতরে উঠে। এদের মধ্যে ৩ যাত্রী সামান্য আহত হন।

এদিকে, লঞ্চের যাত্রীদের মধ্যে ৬০/৭০ জন যাত্রী ট্রলারে চরে গন্তব্যে রওনা দিয়েছে। বাকী ২ শতাধিক যাত্রী চরে অবস্থান করে। পরে ঢাকা থেকে একই কোম্পানির আরেকটি লঞ্চ এমভি অথৈ কালিপুরা এসে বাকী যাত্রীদের নিয়ে গন্তব্যে রওনা দেয়।

এ ব্যাপারে গজারিয়া থানার নির্বাহী অফিসার মাহাবুবা বিলকিস জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকলেই নিরাপদে তীরে নামতে সক্ষম হয়েছে।

ঘটনাস্থল থেকে গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দোহা জানান, দুর্ঘটনা কবলিত লঞ্চটির ফেটে যাওয়া অংশ প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে মেরামত করার চেষ্টা করা হচ্ছে।  

এসএস/এমএস