নিষ্ঠার সঙ্গে সেবা না দিলে দুর্গম এলাকায় বদলি
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। যদি কেউ হাসপাতালে নির্ধারিত সময়ের বাইরে গিয়ে রোগী দেখে এবং বেশি আয়ের চিন্তা করে তাহলে সেটা ঠিক হবে না। যদি এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়। আর তা যদি প্রমাণিত হয় তবে তাকে সোজা দুর্গম এলাকায় বদলি করা হবে।
শনিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রহিম। তিনি তার বক্তব্যে সদর হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সিভিল সার্জনের বক্তব্যের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।
এ সময় শিল্পমন্ত্রীর কাছ থেকে সমস্যার কথা শুনে সব কিছুরই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. পবিত্র দেবনাথ।
এআরএ/আরআইপি