ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলি সীমান্ত পরিদর্শনে ভারতের ১৪ সদস্যের প্রতিনিধি দল

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে হিলি সীমান্তের শূন্যরেখা বরাবর বয়ে চলা রেললাইনসহ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব অধ্যাপক একে মান্নান, আইজিপি একে মিশ্রসহ ১৪ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল।

মঙ্গলবার দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট গেটে প্রতিনিধি দলটি উপস্থিত হলে বিজিবি উত্তর জোনের (রংপুর) রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন তাদেরকে স্বাগত জানান। পরে হিলি সীমান্তের চেকপোস্ট শূন্যরেখায় বিএসএফের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে বিজিবি।

এ সময় ভারতের স্বরাষ্ট্র সচিব অধ্যপক একে মান্নান, আইজিপিএকে মিশ্র সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের সদস্যদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভারতের অতিরিক্ত বিএসএফের ডিজি একে মঙ্গোত্রা, সাবেক ডিজি ডিকে পাথর , ডিআইজি ডিকে সিন্থে, কিষাণ গঙ্ক্জ ডিআইজি দেবী সরন শিন প্রমুখ।

বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- উত্তর জোনের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন ও ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাসেদ মোহাম্মদ আনিছুল হক।

এমদাদুল হক মিলন/এএম/এমএস