চিকিৎসক পরিচয় দেয়ায় মেডিকেল অফিসারকে জরিমানা
ভুয়া পদবী ব্যবহার করার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নারদ কুমার বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত নারদ কুমার বিশ্বাস সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের আনন্দ মোহন বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার সদর উপজেলার বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।
আদালত সুত্রে জানা যায়, জেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নারদ কুমার বিশ্বাস নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। পরে আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে