পিরোজপুরে দুই বাহিনীর প্রধানসহ ২০ দস্যুর আত্মসমর্পণ
পিরোজপুরে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা দিয়ে সুন্দরবনের দুই বাহিনীর প্রধানসহ ২০ জলদস্যু আত্মসমর্পণ করেছেন।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে বুধবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আত্মসমপর্ণকারীরা হলেন- মানজু বাহিনীর মো. মানজু সরদার (৪৪), জুলফিকার ইজারদার (৪৬), মো. বাচ্চু মল্লিক (৩২), মো. তৌহিদুর রহমান শেখ (৫০), মো. রেজাউল ইসলাম (২৫), মো. পলাশ খান (৩৪), মো. সুময়ানমান ফকির (২৫), মো. জামরুল শেখ (৩০), মো. মজিব ইজারাদার (৩২), মো. হাওলাদার আলমগীর (৩৮) ও মো. হানিফ শেখ (৩২)।
এ ছাড়া মজিদ বাহিনীর মো. তাকবির কাগচী মজিদ (৩৮), মো. হাসান বিশ্বাস (৩৯), মো. আবদুল মজিদ (৩০), মো. ইউনুছ শেখ (২৪), মো. হাফিজুল ইসলাম (৩২), মো. আফজাল খান (৩৫), মো. এসকেন খান (৪০), মো. হাসান আলী ইজারদার (৩২)ও মো. মোসা ইজাদ্দার (৩৩)। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল ও মংলা থানার বিভিন্ন এলাকায়।
এ সময় তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা দেন। জমা দেয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে-১১টি বিদেশি একনলা বন্দুক, সাতটি বিদেশি দোনলা বন্দুক, পাঁচটি ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ছয়টি ওয়ান শ্যুটারগান ও চারটি কাটা রাইফেল।
র্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএম এ আউয়াল, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন রক্ষা করতে যারা অন্তরায় হবেন, তাদের ভবিষ্যৎ খুবই খারাপ হবে। যারা আত্মসমর্পণ করেছেন, তাদের স্বাভাবিক জীবন যাপনে সরকার সহযোগিতা করবে।
হাসান মামুন/এএম/আরআইপি