ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁ প্রেসক্লাবে দুর্বৃত্তের হামলা, সভাপতি আহত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৫ নভেম্বর ২০১৭

নওগাঁ জেলা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধিকে মারপিট করা হয়।

ঘটনার পর তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে শহরের উকিল পাড়ায় অবস্থিত জেলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংগঠনের হালনাগাদ তালিকা প্রস্তুত করার জন্য গত ২০ সেপ্টেম্বর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ দেয়া হয়। সেখানে বলা হয় স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা নোটিশ প্রকাশের ১০ দিনের মধ্যে তাদের পরিচয়পত্র জমা দেয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই পরিচয়পত্র দিতে পারেননি। ফলে প্রেসক্লাব থেকে কয়েকজনের নাম বাদ দিয়ে নতুন করে সদস্যদের নামের তালিকা ঝুলিয়ে দেয়া হয়। এই তালিকায় নাম না থাকাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সাংবাদিকরা জানান, দুপুরে প্রেসক্লাবে বসে সভাপতি কায়েস উদ্দিন পেশাগত কাজ করছিলেন। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত চেয়ার-টেবিল ভাঙচুর করে ও পেট্রোল ঢেলে ক্লাবের মূল্যবান বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় এবং সভাপতিকে মারপিট করে।

খবর পেয়ে সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে কায়েস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জুয়েল বলেন, প্রেসক্লাবে এসে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুর কোনোভাবে কাম্য নয়। এটি ঘৃণিত কাজ। আমরা এ ঘটনায় থানায় মামলা করব এবং সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব।

আহত সভাপতি কায়েস উদ্দিন বলেন, ঘটনার সময় প্রেসক্লাবের ভেতরে বসে অফিসের কাজ করছিলাম। এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে আমাকে মারপিট করে। এছাড়া চেয়ার ভেঙে ফেলে এবং কাগজপত্রে আগুন জ্বালিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এটি ঘটেছে। ঘটনার সঙ্গে সাংবাদিক জড়িত আছে বলেও তিনি অভিযোগ করেন।

নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে একটি মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হলে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আব্বাস আলী/এএম/আইআই