ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে মাদক ব্যবসায়ীসহ আটক ৫২

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৬ নভেম্বর ২০১৭

দিনাজপুরে অভিযান চালিয়ে ২২ জন মাদক ব্যবসায়ীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আটকদের কাছ থেকে ১৮৪ পিস ইয়াবা, ৫১ বোতল ফেনসিডিল ২৩০ গ্রাম গাঁজা ও ৪৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ১৯টি মামলা দায়ের করে সোমবার দুপুর ১২টার দিকে আটক ৫২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়ার্লেস অপারেটর মুকুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/আইআই