ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ২ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৯ জুন ২০১৫

নিখোঁজের দুইদিন পর নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদরাসা ছাত্র জুনায়েদ আলম (৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বারুল গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে আবু নাছের (৫৫) নামে একজনকে আটক করেছে।

নিহত মাদরাসা ছাত্র একই গ্রামের বাদশা মিয়া পাটোয়ারি বাড়ির সেলিম মিয়ার ছেলে এবং একই গ্রামের দক্ষিণপাড়া নুরানী মাদরাসার দ্বিতীয় জামায়াতের ছাত্র।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, শনিবার দুপুরে জুনায়েদ কালিকাপুর চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি।

এদিকে, শনিবার রাতে নিহতের বাবা জমি-জমা নিয়ে একই এলাকার আবু নাছের ও তার ছেলের সাথে দীর্ঘ দিনের বিরোধের সন্দেহে একটি অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিকে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিজানুর রহমান/এসএস/পিআর