নওগাঁয় ভাই হত্যায় ভাইয়ের যাবজ্জীবন
নওগাঁয় আপন ভাইকে হত্যার দায়ে আইজুল হক (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আইজুল জেলার পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের আইজ উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২ সেপ্টেম্বর সকালে আপন ভাই সিরাজুলের সঙ্গে আইজুলের কথা কাটাকাটির এক পর্যায়ে আইজুল লাঠি দিয়ে সিরাজুলের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান সিরাজুল। এ ঘটনায় সিরাজুলের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে পত্নীতলা থানায় হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে পিপি মো. মোজাহার আলী ও আসামিপক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।
আব্বাস আলী/আরএআর/আইআই