ফতুল্লায় পোশাক কারখানায় দগ্ধ টেকনিশিয়ানের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্লামিফ্যাশন নামে একটি রফতানিমুখী পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ টেকনিশিয়ান আব্দুল্লাহ (২৫) চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুল্লাহ ফতুল্লার মুসলিমনগর এলাকার আলী আহম্মদের ছেলে।
আব্দুল্লাহর ছোটভাই আরিফুল ইসলাম জানান, কর্মরত অবস্থায় শুক্রবার সকালে কারখানায় বিস্ফোরণে দগ্ধ হন তার ভাই। শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার (৩ নভেম্বর) সকালে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় অবস্থিত প্লামিফ্যাশন কারখানায় বিস্ফোরণ ঘটে। এসময় কারখানার কয়েকজন মারাত্মকভাবে দগ্ধ টেকনিশিয়ান আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে যায়। তবে বিস্ফোরণের পর কারখানার লোকজন ভেতরে প্রবেশ করতে দেয়নি। এমনকি খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ওই কারখানায় গিয়ে বিস্ফোরণের কিছুই পায়নি।
শাহাদাৎ হোসেন/এফএ/আইআই