ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৪০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৮ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪০ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে উপজেলার মরিচাকান্দি গ্রাম থেকে তাদেরকে আটক করা হলেও বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ।

আটকরা হলেন, ঝর্না বেগম (৫০) ও তার ছেলে সুমন (২৪)।

র‌্যাব কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে ঝর্ণা ও তার ছেলে সুমনকে আটক করা হয়। আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

আরও পড়ুন