ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ২

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৯ নভেম্বর ২০১৭

নাটোরের কান্দিভিটায় যুবলীগ কর্মী অঙ্গনকে কুপিয়ে হত্যার ঘটনায় বুধবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- কান্দিভিটা এলাকার সাইফুল ইসলামের ছেলে সবুজ হোসেন ও একই এলাকার মৃত আজিম প্রামানিকের ছেলে মোজাহার প্রামানিক।

নিহত অঙ্গন আহমেদ নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বুধবার রাতে শহরের কান্দিভিটা টিবি হাসপাতালের পাশে আড্ডা দেয়ার সময় একদল সন্ত্রাসী যুবলীগ কর্মী অঙ্গন আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাতেই ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান শুরু হয়। অভিযানে কান্দিভিটা এলাকা থেকে সবুজ হোসেন ও মোজাহার প্রামাণিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটকদের বর্তমানে সদর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি বলে ওসি জানান।

রেজাউল করিম রেজা/আরএআর/আইআই