ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১১ নভেম্বর ২০১৭

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) এ পাওয়া যাবে। ফল প্রকাশের সময় এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমসহ, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাবিপ্রবির ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৫ থেকে ৮ নভেম্বর-২০১৭ অনুষ্ঠিত হয় এবং এই শিক্ষাবর্ষে ১৯৯৫ আসনের বিপরীতে ১ লাখ ১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করে।
হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখা পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি