ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক দুই

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৫:১৩ এএম, ১২ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড় এলাকা থেকে শনিবার অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪৫) ও একই গ্রামের সবেদ আলীর ছেলে বাবুল আলী (৩৫)।

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড় সাহেবনগর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে আলাউদ্দিন ও বাবুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস