ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে ট্রাক্টর থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১১:৫৮ এএম, ১২ নভেম্বর ২০১৭

হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া নামক স্থানে ট্রাক্টর থেকে পড়ে আলাউদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের আবদুল হেকিমের ছেলে। তিনি ট্রাক্টর শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন ট্রাক্টরে চড়ে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে ট্রাক্টর থেকে পড়ে গেলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

হবিগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আরআইপি