যাত্রী নিয়ে ডুবে গেল বাস
কুমিল্লায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যায়। এ সময় ওই বাসে অন্তত ২৫-৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামগামী বৈশাখী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
এ সময় বাসটিতে অন্তত ২৫-৩০ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান