ডিমলায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
নীলফামারীর ডিমলায় প্রতিপক্ষের হামলায় আহত লাইজু ইসলাম (২৬) বুধবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাইজুকে মঙ্গলবার রাতে আশঙ্কাজনক অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। নিহত লাইজু ডিমলা সদর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে লাইজুর পোষা ছাগল প্রতিবেশী আব্দুল মতিনের আমন ধানের চারা খায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে লাইজুকে বেধরক মারপিট করে মতিন ও আব্দুস সামাদ। আহতাবস্থায় তাকে ডিমলা থেকে রাতেই রংপুরে স্থানান্তরিত করা হয়। ওই ঘটনায় ডিমলা থানায় নিহত লাইজুর বাবা দুলাল হোসেন বাদী হয়ে ১১জনকে আসামি করে একটি মামলা করেন।
ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জাগো নিউজকে জানান, মামলার প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আফজাল হোসেনের ছেলে আব্দুল মতিন (৪৫) ও মনির উদ্দিনের ছেলে আব্দুস সামাদকে (৫০) আটক করা হয়েছে।
জাহেদুল ইসলাম জাহিদ/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম