হবিগঞ্জে দু`পক্ষের সংঘর্ষে আহত ৫০
প্রতীকী ছবি
হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের আলী ইসলাম এবং বদরুল আলমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষ থেকে তাদের স্বজনরা টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫০ জন লোক আহত হয়।
আহতদের মধ্যে সাইফুল ইসলাম, আবুল হোসেন, বদরুল আলম, মীর হোসেন, আমির হোসেন, সামছুল, আকবর আলী, মাতব্বর আলী, মহিবুর, শামীম, হোসেন মিয়া, লিয়াকত আলী, তবারক মিয়াসহ ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি