ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ি ফেরা হলো না ৩ মোটরসাইকেল আরোহীর

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

শায়েস্তাগঞ্জে বিয়ে খেতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী বরযাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি রেল গেইট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার পুরাসুন্দা গ্রামের জিতু মিয়ার ছেলে মন্নান মিয়া, একই উপজেলার ভাটি শৈলজুরা গ্রামের জলিল মিয়ার ছেলে সোহেল মিয়া, ও উপজেলার পুরাসুন্দা গ্রামের নানু মিয়া তালুকদারের ছেলে ময়না মিয়া। তিনি উপজেলার নূরপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতা।

পুলিশ সূত্রে জান যায়, মোটরসাইকেল আরোহীরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সংলগ্ন রাজাকপুর গ্রামে বিয়ে খেতে যায়। বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীতমুখি একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত ময়না মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতপালে ভর্তি করে। সেখান থেকে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/আইআই