দ্বিতীয় দিনেও দিনাজপুরে ধর্মঘট চলছে
দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মোটর শ্রমিকদের সংঘর্ষের জেরে দিনাজপুরে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আজও অব্যাহত রয়েছে। ফলে দুই দিন ধরে জেলার অভ্যন্তরীণ ৫২টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
দুই দিন ধরে চলা পরিবহন ধর্মঘটের ফলে দিনাজপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ বেড়েছে। এতে হিমশিম খেতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে।
দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার মনজরুল ইসলাম মঞ্জু বলেন, বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনেই ভিড় করছেন। এতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে।
এসব বিষয়ে বৃহস্পতিবার দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের নিয়ে এক সমঝোতা বৈঠকে বসেন। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, ২০১৪ সালে তাদের ৬টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। সেসময় সিদ্ধান্ত হয় যে, তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে এবং ক্ষতিপূরণ দেয়া হবে। কিন্তু এখন পর্যন্ত সেই তদন্ত কমিটি আলোর মুখ দেখেনি। তাই ক্ষতি পূরণ না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
অপরদিকে ছাত্ররা জানিয়েছে বুধবার রাতে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই সভাপতির অপসারণ ও ছাত্রদের উপর হামলাকারী দোষী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত মহাসড়কে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
এসব বিষয়ে জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, এই ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসন, হাবিপ্রবি, মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। আর ধর্মঘট প্রত্যাহরের ব্যাপারে মালিক শ্রমিক উভয় সংগঠনের নেতারা সিদ্ধান্ত নিয়ে প্রশাসনকে জানাবে।
এমদাদুল হক মিলন/এফএ/আইআই