হবিগঞ্জে জাল টাকার ছড়াছড়ি : আটক ১
ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। জেলার বিভিন্ন স্থানে তারা নিজেদের কর্মীদের দিয়ে সুকৌশলে এসব টাকা ছড়িয়ে দিচ্ছে। ভাংতি নেয়ার কথা বলে কিংবা কিছু ক্রয় করে ব্যবসায়ীদের জাল নোট ধরিয়ে দেয় এসব চক্রের সদস্যরা। এ জন্য তারা বৃদ্ধ, শিশু-কিশোর, অশিক্ষিত এবং গ্রামাঞ্চলের সহজ-সরল ব্যবসায়ীদের টার্গেট করে।
এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাল নোট চক্রের এক সক্রিয় সদস্যকে আটকের পর শনিবার থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজিজুল হক সরকারের নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালানো হয়। এসময় ৮১ হাজার টাকার জাল নোটসহ সোহেল মিয়া (৩০) নামে চক্রের এক সদস্যকে আটক করা হয়। জাল টাকার প্রত্যেকটিই ছিল ১০০০ টাকার নোট।
শনিবার র্যাব বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে এবং আটক সোহেল মিয়াকে জাল নোটসহ থানায় হস্তান্তর করে। আটক সোহেল ওই উপজেলার রামপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর