ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল শুরু

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৩:০১ এএম, ২৯ নভেম্বর ২০১৭

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে দুই ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরিসহ সকল নৌ-যান চলাচল শুরু রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক নাসির উদ্দিন চৌধুরী জানান, বুধবার মধ্যরাত থেকেই পদ্মায় ঘন কুয়শা পড়তে থাকে। ভেরের দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে প্রায় তিন শতাধিক যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা বিশেষ করে নারী ও শিশু চরম ভোগান্তির শিকার হন।

বি.এম খোরশেদ/এফএ/আইআই

আরও পড়ুন