স্বাভাবিক হচ্ছে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানচলাচল। ভোর ৪টা থেকে এখন পর্যন্ত সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারি রয়েছে। এর ফলে মহাসড়কের ২০ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
সেতুর ওজন স্টেশনে টোল আদায় শুরু হওয়ার পর থেকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে মহাসড়কের দায়িত্বরত পুলিশ বিভাগ।
এর আগে কুয়াশার কারণে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু ওজন স্টেশনে সেতু টোল আদায় বন্ধ থাকার কারণে মহাসড়কের বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়ে স্থবির হয়ে পড়ে যান চলাচল। এতে করে পরিবহনের চাপ আরো বেড়ে যায়।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, সেতুতে সকাল ১০টা থেকে টোল আদায় শুরু হওয়ার ফলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দুপুরের মধ্যে যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ