প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ : চৌকিদারের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহের মহেশপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেছে গ্রামের চৌকিদার। বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ১২ নভেম্বর উপজেলার শ্যামকুড় গ্রামের ওই প্রতিবন্ধী তরুণীকে একই গ্রামের আবুল হোসেনের ছেলে ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চৌকিদার গোলাম রহমান (৩৫) ধর্ষণ করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গোলাম রহমান এলাকা ছেড়ে পালিয়ে যায়।
প্রতিবেশীরা জানায়, মেয়েটি বাড়ির পাশে একটি মেহগনি বাগানে কাজ করছিল। এমন সময় গোলাম রহমান তাকে একা পেয়ে ধর্ষণ করে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করার জোর প্রচেষ্টা চলছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’