ভৈরবে মেঘনা নদীর ভাঙনে দেড়শ ফুট এলাকা নদীতে
কিশোরগঞ্জের ভৈরবের মৎস্য আড়ত সংলগ্ন মেঘনা নদীর প্রায় দেড়শ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন অব্যাহত রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অন্তত দেড়শ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আড়াইশ মৎস্য ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা ৭টার দিকে এ ভাঙন দেখা দেয়। প্রথমে নদীর পাড়ের ভাঙন শুরু হলে পরবর্তীতে পাড় থেকে প্রায় ৩০ ফুট এবং উত্তর-দক্ষিণে প্রায় দেড়শ ফুট এলাকা নদীতে চলে যায়।
সরেজমিনে দেখা গেছে, নদীর পাড় এলাকার মাটি কাঁপছে। মনে হচ্ছে- আরও এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
এদিকে, ভাঙনের খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ তাৎক্ষণিক ছুটে যান ভাঙন এলাকা পরিদর্শনে। এলাকার মাছ ও কয়লা ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিম উদ্দিন বিশ্বাস ও পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলীকে ঘটনা জানানো হয়েছে বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি শিগগিরই ভাঙনরোধে কাজ শুরু হবে।
আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম