হরিণাকুন্ডুতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিনাকুন্ডু থানা পুলিশের ওসি শওকত হোসেন জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামের মাতব্বর মকি বিশ্বাসের সমর্থকদের গরু শুক্রবার বিকেলে একই গ্রামের নিয়ামত মণ্ডলের সমর্থকদের খেতের পালং শাক খেয়ে ফেলে।
এ ঘটনার জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা শনিবার সকাল ৯টার দিকে পার-মথুরাপুর গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’