টাঙ্গাইলে দেনার দায়ে দুই ব্যক্তির আত্মহত্যা
প্রতীকী ছবি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আনন্দ রাজবংশী (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে সুদে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় রোববার রাতে নিজ ঘরের আড়ায় রশি ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ রাজবংশী স্থানীয় অসংখ্য সুদ ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে মোটা অংকের টাকা ঋণ নেয়। সময় ও শর্ত মোতাবেক এ টাকা পরিশোধ করতে না পারার পাশাপাশি সুদের লভ্যাংশের টাকা পরিশোধের জন্য দীর্ঘ দিন যাবত মানসিক চাপ প্রয়োগ করে আসছিল।
রোববার বিকালে একজন সুদের টাকা চাইতে আসলে টাকা না থাকায় সে বিপাকে পড়ে যায়। সুদের মোটা অংকের টাকা পরিশোধের কোন অবলম্বন না থাকায় রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে সে আত্মহত্যা করে।
এদিকে, ডুবাইল ইউনিয়নের সুবর্ণতলী গ্রামের জবদুল কাজীর একমাত্র ছেলে নিকসন (২৫) সোমবার ভোরে সেহরি খাওয়ার পর তার শোবার ঘরের আড়ায় রশি ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে। নিকসন মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন দুই ব্যক্তির আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএস/আরআইপি