বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। নির্বিঘ্নে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।
সোমবার বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইনের সামনে নবনির্মিত এসপি পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে আইজিপি বলেন, বিষয়টি র্যাব তদন্ত করছে। আশা করি এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীরা চিহ্নিত ও আটক হবে।
অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যথারীতি আইন অনুযায়ী বিচার হবে।
এসপি পার্কের উদ্বোধন শেষে আইজিপি জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম), র্যাবের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ