ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

ঝিনাইদহ শহর থেকে মাসুম বিল্লাহ নামে নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে শহরের মুজিব চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম বিল্লাহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহ নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস