বাসের ছাদ থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
রাঙ্গামাটিতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম পূণ্যময় চাকমা (২০)। তার বাড়ি জেলার বরকল উপজেলা সদরে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলের দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রেডিও স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী বাসের ছাদের উপর থেকে হঠাৎ পড়ে যান ওই শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মৃতের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান