ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কঁচা নদীতে ট্যাংকার-ফেরির সংঘর্ষে তিনটি গাড়ি নিখোঁজ

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া-কুমিড়মারা ঘাটে গভীর রাতে একটি তেলবাহি ট্যাংকার ও ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকের দক্ষতায় রক্ষা পেয়েছে ফেরিতে থাকা ৯টি যানবাহন ও যাত্রী। এসময় ফেরিটি অর্ধ নিমজ্জিত হলে একটি যাত্রীবাহী বাস ও দুইটি ট্রাক নদীতে পড়ে যায়।

ঘটনাটি নিশ্চিত করে বরিশাল বিভাগের ফেরি ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. শামিমুল হক ও পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে কচা নদীর বেকুটিয়ার ২৬ নম্বর ফেরিটি পিরোজপুরের প্রান্ত থেকে একটি যাত্রীবাহি বাস (পরিবহন) ও গরু বোঝাই ট্রাক নিয়ে বলিশাল প্রান্তে যাওয়ার সময় মাঝ নদীতে বরিশালগামী একটি বৃহদাকার তেলবাহি ট্যাংকার ফেরিটিকে আঘাত করলে ব্যাক প্লেট ফেটে যায়।

ফেরির চালক মাহবুব হোসেন জানান, তলা ফাঁটা অবস্থায় তিনি ফেরিটি দ্রুত চালিয়ে কাউখালী প্রান্তের চরে উঠিয়ে দিলে যানবাহনগুলো ঝুঁকির হাত থেকে রক্ষা পায়। রাতে নদীর পানি হ্রাস পেলে ফেরি থেকে দুটি ট্রাক পানিতে পড়ে গেলেও বাকি গাড়িগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

বেকুটিয়া ইউটিলিটি ফেরির ইজারাদার মো. আজমীর হোসেন, ফেরিতে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসসহ মোট ৯টি গাড়ি ছিল। এর মধ্যে যাত্রীবাহী বাসে ৩৫ জন যাত্রী ও ট্রাকগুলোতে গরু ও গ্যাস সিলিন্ডার ভর্তি ছিল।

pirojpur

তিনি জানান, বুধবার ভোর রাতেই বরিশাল থেকে উদ্ধারকারী একটি ক্রেন ও একটি রেকার ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া গাড়ি থেকে যাত্রী ও ৫০টি গরু উদ্ধার করা হয়। ফেরির একাংশ নিমজ্জিত হওয়ায় পানির নিচে আটকা পড়ে যায় ৩টি গাড়ি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

ফেরির ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানতে চাইলে ফেরি ডিভিশনের প্রকৌশলী জানান, ইঞ্জিনের আংশিক ক্ষতিসহ মোট কত টাকার ক্ষতি হয়েছে তা এখনই বলা যাবেনা। খবর পেয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম আলম সেখ ও পুলিশ সুপার মো. সালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বেকুটিয়া ফেরি সচল রাখার লক্ষে কঁচা নদীর অপর চরখালী-টগরা ফেরি ঘাট থেকে বাড়তি একটি ইউটিলিটি ফেরি বেকুটিয়া ঘাটে এনে সচল করার উদ্যোগ চলছে। এ রির্পোট লেখা পর্যন্ত ফেরি চলা চল বন্ধ রয়েছে।

হাসান মামুন/এমএএস/এমএস