ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৃগী নদীতে বালু উত্তোলন, ৩ জনের দণ্ড

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

শেরপুর সদর উপজেলার শেরী ব্রিজ সংলগ্ন মৃগী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করায় তাদের এ দণ্ড দেয়া হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

সদর ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তিনজনের জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

হাকিম বাবুল/এএম/এমএস