ঘর পরিষ্কার করবে ঝিনাইদহের রোবট
মানুষের পাশাপাশি রোবটকে কাজে লাগাতে গবেষণা শুরু করে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ শিক্ষার্থী হৃদয়, কাওছার ও ছাব্বির। সাড়ে ৩ মাসের প্রচেষ্টায় একটি রোবট তৈরি করে তারা। যার নাম ‘অটোমেটিক হাউস ক্লিনার অ্যান্ড লাইফ সেফটি রোবট’।
ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ও রোবট নির্মাতা মো. হৃদয় হোসেন বলেন, রোবটটি মুখে মুখেই নিয়ন্ত্রণ করা যায়। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো রিমোট বা অন্য কোনো ডিভাইস লাগবে না।
রোবটটি স্বয়ংক্রিয়ভাবে ঘর পরিষ্কার করবে, বাড়িতে আগুন লাগলে বা কোনো গ্যাস লিক হলে সিগনাল দেবে এবং নিজেই পানি দিয়ে আগুন নিভিয়ে দেবে। রাতে নিজেই বাড়ির লাইট জ্বালাবে। এমনকি এই রোবটটি বাড়িতে থাকলে মশা-মাছি রুমে প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন, এর মাধ্যমে মোবাইল চুরির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। রোবটটি সৌরশক্তি দ্বারা চার্জ হয়। এছাড়া রোবটটি অন্ধকারে চলার নিজেই স্বয়ংক্রিয়ভাবে লাইট জ্বালিয়ে নেয়।
কাওছার জানান, রোবটটি বাসা বাড়ি ছাড়া হাসপাতাল ও কলকারখানাতে বাব্যহার করলে অর্থনৈতিক ভাবে অনেক লাভবান হওয়া যাবে।
এর অপর নির্মাতা ছাব্বির জানান, রোবটটি স্কুল কম্পিটিশন-২০১৭ তে ঝিনাইদহের ৩১টি প্রকোল্পের ভেতর প্রথম স্থান আধিকার করে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’