ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে বঙ্গবন্ধু স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয় ও একলাশপুর ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে শুক্রবার সকালে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

দক্ষিণ-পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক খাইয়ুল ইসলাম মামুন জানান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর পৃষ্ঠপোষকতায় এই প্রথম বেগমগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। পরীক্ষায় উপজেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির এক হাজার ৬৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন।

মিজানুর রহমান/আরএআর/এমএস