শেরপুরে ৫ জয়িতাকে সংবর্ধনা
শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জীবন সংগ্রামী ৫ নারীকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে।
জয়িতা সংবর্ধনা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ইসমতারা, শিক্ষা ও চাকরিতে সাবিহা জামান শাপলা, সফল জননী আনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা সাথী আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নাসরিন বেগম ফাতেমা।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংর্বধনা অনষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে জয়িতাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জয়িতারা নিজেদের জীবন সংগ্রামের ঘটনা বর্ণনা করেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/এএম/জেআইএম