ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লায় ২টি পিস্তুল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও ৪টি খেলনা পিস্তুলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আদের আটক করা হয়।

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মহল্লার কোরবান আলীর ছেলে ইয়াসিন আলী (২০) ও পুলপাড়ার দেলখোশ আলীর ছেলে আব্দুর রহমান (১৯)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ রোববার সকালে এক পেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাবের একটি টহলদল হরিপুরের সামাদ অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের সামনে পৌঁছামাত্র দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব ধাওয়া করে ইয়াসিন ও আব্দুর রহমানকে ধরে ফেলে।

পরে তাদের দেহ তল্লাশি করে ২টি পিস্তুল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন এবং হাতে থাকা ব্যাগ থেকে ৪টি খেলনা পিস্তুল উদ্ধার করে। আটকরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আব্দুল্লাহ/এফএ/আইআই

আরও পড়ুন