ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ওবায়দুল কাদের আসছেন, তাই...

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল মঙ্গলবার সাতক্ষীরা যাচ্ছেন। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির  বক্তব্য দেবেন তিনি।

এদিকে ওবায়দুল কাদেরের সাতক্ষীরায় আগমন উপলক্ষে ভাঙাচোরা রাস্তায় জোড়াতালি, রাস্তার পাশের পানি সেচে পরিষ্কার এবং স্পিড ব্রেকারগুলোতে রং করছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। সাতক্ষীরা সদরসহ সাতক্ষীরা-যশোর মহাসড়কে এমন চিত্রই দেখা গেছে। এ পথ হয়েই ওবায়দুল কাদের সাতক্ষীরা আসবেন।

সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ব্যস্ততা দেখে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার মনিরুল ইসলাম মনি বলেন, বিষয়টি হাস্যকর ছাড়া কিছুই নয়। ওবায়দুল কাদের সাহেবের মতো নেতা আসছেন তাই রাস্তায় জোড়াতালি ও ধোয়া-মোছার কাজ করা হচ্ছে। এতদিন কারও খোঁজ ছিল না।

ফেসবুকে ইয়ারব হোসেন নামের একজন সমাজ সেবক লিখেছেন, সেতুমন্ত্রী সাতক্ষীরা আসছেন তাই সড়ক ও জনপথ বিভাগের ঘুম ভেঙেছে। কয়েকদিন গর্ত খুঁড়ে পালিশ করছিল। রাস্তার বিটগুলো ছিল অরক্ষিত, আজ করছে মার্কিং।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে সাতক্ষীরা আসছেন। দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। দুপুরে সার্কিট হাউজে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।

রাস্তার জোড়াতালির বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, সেতুমন্ত্রী আসছেন বলে রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে লেখালেখির দরকার নেই। মন্ত্রী মহোদয়ের নলেজে গেলে আবার অ্যাকশন হতে পারে।

আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি

আরও পড়ুন