ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. তাহের ভূইয়া (৫৫)। সংঘর্ষে গুরুতর আহত তারা মিয়া ভূইয়া (৬৫), আশ্রফুল ইসলাম (১৮) ও রেহেনা বেগমকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের হুমায়ুন গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্য এ সংঘর্ষের সৃষ্টি হয় বলে গ্রামবাসী জানায়।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে র্যাব, ডিবিসহ প্রায় শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষের লোকদের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও ওসি জানান।
আসাদুজ্জামান ফরুক/এএম/আরআইপি