ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারাপারের অপক্ষায় রয়েছে। এছাড়া মাঝ পদ্মায় ১০টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ১৬টি ফেরি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বন্ধ রাখা হয়েছে। চলাচলের অনুপযোগী হওয়ায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

আরও পড়ুন