ঝালকাঠিতে বাস মালিক সমিতির আল্টিমেটাম
ঝালকাঠিতে ৮ কিলোমিটার রাস্তায় যাত্রীবাহী বাস চলাচলে ন্যায্য হিস্যা দাবি আদায়ের লক্ষ্যে আল্টিমেটাম দিয়েছে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।
আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বরিশাল বাস মালিক সমিতি-ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে যাত্রীবাহী বাসচলাচলের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের থানা রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা বণিক সমিতির সভাপতি মাহবুব হোসেন, বাস মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মাহবুব আলম দুলাল, নাসির উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, শাহ আলম খলিফা, রেজাউল করীম জাকির, হাফিজ আল মাহমুদ ও জামাল হোসেন মিঠু প্রমুখ।
লিখিত বক্তব্যে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, ঝালকাঠি জেলা সমিতির দক্ষিণাঞ্চল রুটে ৮ কিলোমিটার রাস্তার ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজিসহ প্রশাসনিক দফতরসমূহকে বিষয়টি সমাধানের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। চলতি বছরের ২০ মার্চ ও ১৯ জুলাই বিভাগীয় আইন-শৃঙ্খলা সভায় ৬ জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসকগণ সমন্বয় পরিষদের সভার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়। সর্বশেষ ৪ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ১৮ ডিসেম্বরের মধ্যে এ দাবি বাস্তবায়নে পুনরায় অনুরোধ জানানো হয়।
তিনি বলেন, ১৮ তারিখের পর এর কোনো সুষ্ঠু সমাধান না হলে জেলার নলছিটি উপজেলাধীন ৮ কিলোমিটার রাস্তার ওপর দিয়ে বরিশাল-পুটয়াখালী, পটুয়াখালী-বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতির গাড়ি চলাচল করতে পারবে না। যার ফলে বরিশাল থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুট অচলাবস্থার জন্য বরিশাল-পটুয়াখালী, পুটয়াখালী জেলা ও বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতিকেই সকল দায়িত্ব বহন করতে হবে।
মো. আতিকুর রহমান/এএম/আইআই