ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট অব্যাহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজট অব্যাহত রয়েছে। শুক্রবার ভোর থেকে দিনভর এ যানজট লেগেই ছিল।
শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত যানজট ছিল ৩০ কিলোমিটার। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে যাবে বলে ধারণা ছিল ট্রাফিক পুলিশের। কিন্তু বেলা বাড়লেও যানজট কমেনি। ফলে চরম বিপাকে পড়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

শাহ ফতেহ আলী পরিবহনের নওগাঁর যাত্রী ফয়সাল বলেন, রাত সাড়ে ১১টার গাড়ি মহাখালী থেকে ছেড়েছে রাত ২টায়। দুপুর ২টায় বঙ্গবন্ধু সেতুতে পৌঁছেছি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার ছুটির কারণে গাড়ির চাপ বেড়েছে। পাশাপাশি গভীর রাতে এলেঙ্গার জালদহ ব্রিজের কাছে একটি আলু বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এছাড়া রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দ, বড় বড় গর্ত এবং মহাসড়কে চার লেনের নির্মাণকাজ চলায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। তবে রাতের মধ্যে যানজট নিরসন হবে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।
আরিফ উর রহমান/এএইচ/এমএস