ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দায় স্বীকার করে আদালতে সুমনের জবানবন্দি

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৯ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত সুমন (২৮)। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম ১৬৪ ধারায় সুমনের জবানবন্দি রেকর্ড করেছেন। সুমন উপজেলার মাহমুদপুর এলাকার রমজান আলীর ছেলে।

সুমন আদালতকে জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে ছিনতাইয়ে অংশ নেন। ছিনতাইয়ের পর এক লাখ টাকা দেয়ার কথা থাকলেও লিডার আমাকে দিয়েছে মাত্র ১৩ হাজার টাকা।

ছিনতাইয়ে পশ্চিম ভুইগড় এলাকার ছাত্রলীগ নেতা জুলহাসের ছোট ভাই লিটন ও সায়দাবাদ এলাকার আনোয়ার, মিজান অধরা রয়েছে। তাদের গ্রেফতার করতে পারলে ছিনতাইয়ের পুরো টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তদন্তকারী কর্মকর্তা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ জানান, ছিনতাইয়ের ঘটনায় মোট ৯ জন জড়িত। এরমধ্যে পাঁচজন মোটরসাইকেল যোগে ছিনতাই করে এবং চারজন দূর থেকে খোঁজ খবর রাখেন। এদের মধ্যে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করে পাঁচ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ব্যবসায়ী হেলাল উদ্দিন ও তার চাচা রফিকুল ইসলাম ৭ মে সকালে ফতুল্লার তুষারধাড়া এলাকার বাসা থেকে রিকশা যোগে যাত্রাবাড়ী ইসলামী ব্যাংক শাখায় সাড়ে ২৪ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে আদর্শ নগর এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীরা মোটরসাইকযোগে এসে হেলাল উদ্দিনকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় হেলাল উদ্দিনের ভাবি নার্গিস আহমেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আর এ মামলায় সুমনকে গ্রেফতার করা হয়।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/এমআরআই