ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কথা কাটাকাটি থেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়ালের কোপে আনিছুর রহমান (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক সুজনকে (২৫) আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা রহিমানপুর মাদরাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুজনেরই বাড়ি সদর উপজেলার রহিমানপুর গ্রামে।

প্রত্যক্ষর্দী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রহিমানপুর মাদরাসা বাজারে আনিছুর ও সুজনের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন কুড়াল দিয়ে আনিসুরকে কোপাতে থাকে। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে স্থানীয়রা সুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ওসি অপারেশন সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপন/এমএএস/এমএস