ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয় দিবসে পতাকা উত্তোলন হয়নি পুলিশ সুপারের কার্যালয়ে

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

 

মহান বিজয় দিবসে সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যক্তি মালিকাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থাকলেও নেত্রকোনার মদন উপজেলার অতিরিক্ত পুলিশ সুপারের (খালিয়াজুরি সার্কেল) কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়নি।

একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা ভবন, ডেমিয়েন ফাউন্ডেশন, মাঘান ইউপির অস্থায়ীর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

আবার অধিকাংশ প্রতিষ্ঠানে নিয়ম-মাফিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করে দায়সারা গোছের জাতীয় পতাকা উত্তোলন করায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বর্ষিয়ান মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এটিএম আব্দুল হাই দুঃখ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে চিনিয়ে আনা স্বাধীনতার ফসল জাতীয় পতাকা দীর্ঘ ৪৬ বছর পরেও যথাযথ মর্যাদা পাচ্ছে না। অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরি সার্কেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় এবং অধিকাংশ প্রতিষ্ঠানে দায়সারা গোছের পতাকা উত্তোলন করায় তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে কর্তৃপক্ষকে সুনজর দেয়ার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল তার অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার কথা স্বীকার করে জাগো নিউজকে বলেন, বিজয় দিবসে আমি সাভার জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত আছি। আমার মদন খালিয়াজুরি সার্কেলের অফিস বরাদ্দ না পাওয়ায় এবং পতাকা স্ট্যান্ড না থাকায় হয়তো আমার পরিত্যক্ত বাসায় পতাকা উত্তোলন করা হয়নি।

অন্য প্রসঙ্গ টেনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বলেন, আমি একসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলাম।

পতাকা তদারকি কমিটির আহ্বায়ক ওসি মো. শওকত আলী জাগো নিউজকে বলেন, জাতীয় পতাকা যাতে যথাযোগ্য মর্যাদায় ও নিয়ম-মাফিক উত্তোলন করা হয় সেজন্যে উপজেলা সদরে মাইকিং করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. ওয়ালীউল হাসান জাগো নিউজকে বলেন, বিজয় দিবসে কোনো ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা না হলে পতাকা তদারকি কমিটির রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কামাল হোসাইন/এএম/আরআইপি

আরও পড়ুন