ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১০ জুলাই ২০১৫

১৭ জুন শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকায় ১০ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার ২২ দিন পর শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলিকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক গ্রামের সানু মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া।

মামলায় তিনি উল্লেখ করেন, সংঘর্ষ চলাকালে অন্যান্যদের সঙ্গে বড়চর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলতাব আলীও গুরুতর আহত হন। এ কারণে এর প্রতিকার চেয়ে তিনি আলতাব আলীর পক্ষে ৩২৫/৩০৭ সহ সংশ্লিষ্ট ধারায় মামলাটি করেন।

মামলায় শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা ফরিদ আহমেদ অলি ছাড়াও পৌর কাউন্সিলর সাইদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েলসহ ১৪ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জাগো নিউজকে বলেন, মামলাটি আমলে নিয়ে  এফআইআর করা হয়েছে। আসামি ধরতে পুলিশ তৎপর রয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমজেড/পিআর