পতিতা পল্লী থেকে তালাবদ্ধ ৩ নারী উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লীতে অভিযান চালিয়ে ৩ নারী ভিকটিমকে উদ্ধার করেছে ফরিদপুর র্যাব-৮। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপর মো. রইছ উদ্দিনের নের্তৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে দৌলতদিয়ার পতিতা পল্লীর ফারজানার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে তালাবদ্ধ অবস্থায় ৩ নারীকে উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক কৌসলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ৩ নারী ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ভালো বেতনের চাকরির কথা বলে প্রতারক চক্র ৪ বছর অাগে তাদের পল্লীর ফারজানা নামের সর্দারনীর কাছে বিক্রি করে দেয়।
রুবেলুর রহমান/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান