বানারীপাড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
বরিশালের বানারীপাড়া উপেজেলা পৌর মার্কেটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
তারা জানান, শুক্রবার ভোররাতে এতিমখানার শিশুরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে প্রচার করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। মাইকে খবর পেয়ে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভোরে পৌর মার্কেটে জুয়ল আহম্মেদের জুয়েলারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন পাশের আরও ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুনে মার্কেটের ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়রা জানান, আগুনে একটি মেশিনারি পার্টসের দোকান, একটি স্যানেটারি দোকান, একটি সেলুন ও একটি জুয়েলারির দোকান ভস্মীভূত হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, জুয়েলারির দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পৌর মার্কেটের ৪টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাইফ আমীন/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান