ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে হ্যান্ডকাপ পরিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দিনের বেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার তালুকদার জলিল কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের তালুকদার আ. হাইয়ের ছেলে।
তিনি জানান, ন্যাশনাল ব্যাংক গৌরনদী টরকী বন্দর শাখা থেকে দুপুর ১২টার দিকে সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করেন তিনি। টাকা নিয়ে ইজিবাইকে গৌরনদী বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা কসবা আল্লাহর মসজিদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ৫ থেকে ৬ জন আরোহীর একটি সাদা মাইক্রোবাস আড়াআড়ি করে ইজিবাইকটি ব্যারিকেট দেয়।
এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরবর্তীতে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে জলিলের ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে দেয়।
গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাইফ আমীন/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান